বিগত কয়েক বছরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিরাজদিখান, মুন্সীগঞ্জ এর সেবার
মান ব্যাপক উন্নতি লাভ করেছে। এ উপজেলায় প্রাতিষ্ঠানিক ডেলিভারীর হার প্রায় ৬০%। তাই এই উপজেলায় মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু অনেক কম। এ উপজেলায় দক্ষ ফিল্ড সার্ভিসের মাধ্যমে জন্মের এক বছরের মধ্যে প্রায় ১০০% শিশুকে টিকা প্রদান করে থাকে। কোভিড-১৯ এর রোগীর স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে অত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে ২০ শয্যার ১টি আইসোলেশন সেন্টার এবং ফ্লু কর্ণার। অত্র উপজেলায় কোভিড-১৯ সংক্রমনের হার দেশের অন্যান্য অনেক জেলার থেকেও বেশী হওয়া সত্তে¦ও অত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকলেন ঐকান্তিক ও নিরলস প্রচেষ্টায় পরি¯িহতি নিয়ন্ত্রনে রাখা সম্ভবপর হয়েছে। গত ৩ বছরে এ স্বাস্থ্য কমপ্লেক্সে বেশ কয়েকটি নতুন সেবা শুরু হয়েছে।এরমধ্যে আইসোলশন ইউনিট, ফ্লু-কর্ণার,এনসিডি কর্ণার,আইএমসিআই কর্ণার,ডেঙ্গু কর্ণার, রক্ত-পরিসঞ্চালন, মাইনর সার্জারী উল্লেখযোগ্য। বেশ কয়েকটি সেবার মান ও সংখ্যা উন্নতি হয়েছে। এরমধ্যে বহিঃবিভাগ সেবারমান ও সংখ্যা, অন্তঃবিভাগ সেবারমান ও বেড অকুপেন্সী রেট, জরুরীবিভাগের সেবার মান ও সংখ্যা, প্যাথলজি বিভাগেরমান ও সংখ্যা, বহিঃবিভাগের জরায় ুস্ক্রিনিং টেষ্টএরসংখ্যা, এন্টিন্যাটাল চেকআপ, পোষ্টন্যাটাল চেকআপ এবং নরমাল ডেলিভারীরমান সংখ্যা উল্লেখযোগ্য। এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০১৯ সালে নরমাল ডেলিভারীর সংখ্যা ৩৯১, ২০২০ সালে নরমাল ডেলিভারীর সংখ্যা ২৪ এবং ২০২১ সালে নরমাল ডেলিভারীর সংখ্যা ২৯৩। ২০১৯ সালের বেড অকুপেন্সী রেট ৭৭% , ২০২০ সালের বেড অকুপেন্সী রেট ৭৮% এবং ২০২১ সালের বেড অকুপেন্সী রেট ৮৫%। ২০১৯ সালের এন্টিনেটাল চেকআপ এর সংখ্যা ৪১১৯, ২০২০ সালের এন্টিনেটাল চেকআপ এর সংখ্যা ২৯৫৮ এবং ২০২১ সালের এন্টিনেটাল চেকআপ এর সংখ্যা ৩১৬৩। ২০১৯ সালের বহিঃবিভাগ রোগীর সংখ্যা ১৪০০৫৩, ২০২০ সালের বহিঃবিভাগ রোগীর সংখ্যা ৭৮৪৪৬ এবং ২০২১ সালের বহিঃবিভাগ রোগীর সংখ্যা ১০৮০৬৯।২০১৯ সালে জরুরী বিভাগের রোগীর সংখ্যা ১৮৩৭৯, ২০২০ সালে জরুরী বিভাগের রোগীর সংখ্যা ১০১৭৫ এবং ২০২১ সালে জরুরী বিভাগের রোগীর সংখ্যা ১৭৯৬৬। এ হাসপাতালে অধিকতর খারাপ ও অসুস্থ রোগীদের জন্য ২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিসচালু আছে। উপজেলা প্রশাসনের বিভিন্ন জাতীয় প্রোগ্রামে স¦াস্থ্য সেবা প্রদানের জন্য মেডিকেল টিম প্রদান করা হয় এব্ ংএই মুন্সীগঞ্জ জেলার মাওয়া ঘাটে অবস্থিত পদ্মা-ব্রীজের কার্যক্রম পরিদর্শনে আগত বাংলাদেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বহরে মেডিকেল টিম দিয়ে স¦াস্থ্য সেবা প্রদান করা হয়। এছাড়া ইজতেমা ও শেখরনগরে পুজা কার্যক্রমে মেডিকেল টিম জরুরী স্বাস্থ্য সেবায় নিয়োজিত থাকে। সম্প্রতি ২০ শয্যার আধুনিক ও সুসজ্জিত আইসোলেশন ইউনিট চালু,বহি:বিভাগে আধুনিক এনসিডি কর্ণার, সকল বিভাগে সুরক্ষা চেম্বার,পরিস্কার পরিচ্ছন্œতা কার্যক্রম ও নয়নাভিরাম বাগান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শোভা বর্ধনে এক অনন্য উজ্জল দৃষ্টান্ত ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস